ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাহমুদউল্লাহকে আমি বিশ্বকাপে দেখছি না: সুজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
মাহমুদউল্লাহকে আমি বিশ্বকাপে দেখছি না: সুজন

দীর্ঘদিন ধরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ‘পঞ্চপাণ্ডবের’ একজনও ছিলেন তিনি।

বাংলাদেশের অনেক স্মরণীয় জয়েরও সাক্ষী। কিন্তু অনেকদিন বাজে পারফর্ম করে দল থেকে ছিটকে গেছেন তিনি। গত দুই সিরিজ ধরে দলে নেই মাহমুদউল্লাহ।

চলতি বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে অনেক সংশয় রয়েছে।  এবার এ নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।  এখন জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নন দাবি করে জানান, মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে দেখছেন না তিনি।

সুজন বলেন, ‘মাহমুদউল্লাহ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যদি সত্যি বলি, মাহমুদউল্লাহকে আমি বিশ্বকাপে দেখছি না, যেহেতু সে জাতীয় দলে নেই। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম তাহলে এই সিরিজগুলোতে থাকতো। হয়তো হৃদয় ভালো করছে, আফিফও এখন দলে নেই। তারপরও সুপার লিগের ম্যাচগুলোতে মাহমুদউল্লাহ নিজেকে কীভাবে মেলে ধরে সেটাও দেখার বিষয়। ’ 

বিশ্বকাপের আগে যেকোনো ক্রিকেটারেরই একটি প্রস্তুতি থাকে। ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন মাহমুদউল্লাহ। তবে সুজনের পরামর্শ, তাকে নেওয়ার ইচ্ছে থাকলে যেন বিশ্বকাপের বেশ আগেই আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়।

তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ যখনই খেলেছে বাংলাদেশের জন্য, খুব গুরত্বপূর্ণ একটা জায়গায়। যেখানে আপনি হিরোও হতে পারেন, জিরোও হতে পারেন। মাহমুদউল্লাহ হয়তো দুটির স্বাদই পেয়েছে। ওর অনেক ম্যাচ আছে যেগুলো একাই জিতেছে। আসলে মূল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা আসল। মাহমুদউল্লাহকে দলে কতটুকু দরকার বা তার পরিবর্তে যারা খেলছে পারফর্ম করছে কি না। ’

‘যদি পারফর্ম করে, দল যদি সন্তুষ্ট থাকে; তাহলে মাহমুদউল্লাহর সুযোগ কম থাকবেই। যদি সেরকম না হয়, মাহমুদউল্লাহর অভিজ্ঞতা তো আছেই। যেকোনো সময় ব্যাক করলে পারফর্ম করতে পারবে সেটা আমরা সবাই বিশ্বাস করি। সময় তো আছে, একদমই মাহমুদউল্লাহ যে বের হয়ে গিয়েছে তা না। কিন্তু আমার মনে হয় বিশ্বকাপের আগে হঠাৎ আনা ঠিক হবে না। তার আগেই ওকে এনে সিরিজ ও ম্যাচ খেলাতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমএইচবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।