ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইসিসির অনুমোদন পেল না মেয়েদের পরিবর্তিত সূচি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
আইসিসির অনুমোদন পেল না মেয়েদের পরিবর্তিত সূচি

ম্যাচগুলো ছিল আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের। কিন্তু তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই বাধা হয় বৃষ্টি, প্রথম দুটি ম্যাচ ঘোষণা করা হয় পরিত্যক্ত।

শ্রীলঙ্কার মেয়েদের কাছে বাংলাদেশের মেয়েরা হারে শেষ ম্যাচে।

প্রথম ওয়ানডেতে খেলা মাঠে গড়ায় শুরুতে। কিন্তু শ্রীলঙ্কার ইনিংসের ৩৬.৪ ওভারের পর বৃষ্টি নেমে আসে, বাতিল হয়ে যায় ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে টসই করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার শেষ ওয়ানডেতে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ৫৮ রানে জেতে শ্রীলঙ্কা।  

দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার দিনই নতুন সূচি দেয় শ্রীলঙ্কান বোর্ড, ম্যাচগুলো চ্যাম্পিয়নশিপের অংশ হওয়াতেই নেওয়া হয় এমন সিদ্ধান্ত। তৃতীয় ওয়ানডেটি ৪ মে থেকে পিছিয়ে ৭ তারিখে নিয়ে যায় তারা। আর ৪ মে দ্বিতীয় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। সেটি জানানো হয় বাংলাদেশ দলকেও।

কিন্তু আইসিসি শ্রীলঙ্কাকে জানিয়েছে, চ্যাম্পিয়নশিপের সিরিজে সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় দুই দলের সম্মতির সঙ্গে আইসিসির অনুমোদনও ছিল বাধ্যতামূলক।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।