ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাচ্ছি না: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ২৬, ২০২৩
পরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাচ্ছি না: পাপন

বিশ্বকাপের এখনও বাকি প্রায় মাস পাঁচেক। অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ।

এই টুর্নামেন্টে বাংলাদেশের দল কেমন হবে এ নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা। গত কয়েকটি সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাই চালানো হয়েছে। বেশ কয়েকটি জায়গাতে কে খেলবেন, এখনও তা নির্ধারিত হয়নি।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য জানিয়েছেন, বিশ্বকাপের দল আগেই ঠিক করে রাখার কথা। ওই স্কোয়াড নিয়ে একসঙ্গে কিছুদিন খেলতে চান তিনি। এজন্য এশিয়া কাপের দলই বিশ্বকাপে যাবে, এমন সম্ভাবনাও আছে। এজন্য আসন্ন সিরিজগুলো আরও পরীক্ষা করার কথা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, পরীক্ষা করার জায়গাই খুঁজে পাচ্ছেন না তিনি।

শুক্রবার গুলশানে এক অনুষ্ঠানের পর তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। আমার কথা বলেন, কী সমস্যা, কাকে বাদ দেবেন। আপনি আমাকে নাম বলেন। একেক করে। তামিম আছে, লিটন আছে, পারবেন বাদ দিতে? পারবেন না। শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ, কাকে বাদ দেবেন। আমি তো বুঝলাম না। পেসার কাকে বাদ দেবেন? হাসান মাহমুদ আছে, তাসকিন আছে, ও তো এখন নাই। ওকে ঢোকাইতে হবে, ওরে বাদ দেওয়া যাবে না, ওকে কিন্তু ঢুকাতে হবে। আপনারা যদি বলেন না ঢোকাবো না তাহলে তো মহাবিপদ। মোস্তাফিজকে বাদ দিতে পারবো? অপশন নাই তো। ’

‘এখন কথা হচ্ছে ওদের সঙ্গে কাকে নেবো। আপনারা বলতে পারেন এদের সঙ্গে কারা যাবে। একটা এক্সট্রা ওপেনার নিতেই হবে। ওখানে কয়েকটা নাম আছে, যে কাউকে নিতে পারবে। আমি জানি না কাকে নেবে। অনেকে লড়াই করছে। বিজয় আসতে পারে, নাঈম শেখ আসতে পারে, রনি তালুকদারও থাকতে পারে। ’

এ সময় পাপন আরও বলেন, ‘মিডল অর্ডারে অবশ্যই একজনকে নিয়ে যাবে অথবা মিডল অর্ডার। ওখানে আমাদের তো রাব্বিকে নিয়ে খেলায় নাই। বিশ্বকাপে হয়তো একজনকে খেলাইতেও পারে। ওর সঙ্গে নেওয়ার মতো রিয়াদ আছে, আফিফ আছে, মোসাদ্দেক আছে। আমাদের হাতে অপশন আছে। কাউকে নিলে যে ভুল হয়ে যাবে তা তো না। কাউকে যে নিতেিই হবে তাও না। একমাত্র ইস্যু নির্ভর করছে আমাদের কম্বিনেশন কী হবে। ’

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তামিম ইকবালরা। এটাই হতে পারে এশিয়া কাপের আগে শেষ সিরিজ। বিসিবি সভাপতি বলছেন, এই সিরিজেই অনেকটা ধারণা পাওয়া যাবে বিশ্বকাপ দলের।

তিনি বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। যে আচ্ছা ঠিক আছে একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায়। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে। ’

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।