ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পেসার ও স্পিনারদের নিয়ে ‘সেরা বোলিং ইউনিট’ তৈরির চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
পেসার ও স্পিনারদের নিয়ে ‘সেরা বোলিং ইউনিট’ তৈরির চেষ্টা

একটা সময় বাংলাদেশের বোলিং ইউনিটের ভালো বা খারাপের বেশির ভাগটাই নির্ভর করতো স্পিনারদের ওপর। এখন সময় বদলেছে।

তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানরা ম্যাচ জেতাচ্ছেন নিয়মিতই। বোলিংয়ের মূল ভরসাও এখন পেসাররা।

এ বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে দল ভালো কিছু করবে, এমন প্রত্যাশা সবার। বোলিংয়ের বড় পরিকল্পনা সাজানো হচ্ছে পেসারদের নিয়ে। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলছেন, পেসারদের সঙ্গে নিয়ে সেরা বোলিং ইউনিটের খোঁজে আছেন তারা।

আফগানিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার হেরাথ সেখানে বলেছেন, ‘পেসার ও স্পিনার মিলিয়ে প্রপার বোলিং ইউনিট থাকলে সেরা বোলিং ইউনিট তৈরি করা যায়, আমরা সেই চেষ্টাই করছি। ’

পেসারদের ভালো করা স্পিনারদের জন্য কতটুকু স্বস্তি এমন প্রশ্নে হেরাথ বলেন, ‘এখানে ইউনিট না, দল আসল ব্যাপার। কেউ ভালো করলে আমরা সবাই খুশি হই, খারাপ করলে সবাই মিলেই সমাধানের পথ খুঁজি। আমরা একটা দল। ’

কয়েকদিন আগে ইংল্যান্ডে খেলে এসেছে বাংলাদেশ দল। স্পিনারদের জন্য তুলনামূলক কঠিন ছিল ওই কন্ডিশন। এমন পরিস্থিতি কী করবেন স্পিনাররা? হেরাথ বলছেন, এ কারণে তারা নজর দিচ্ছেন বৈচিত্র্য ও কৌশলে।

তিনি বলেন, ‘স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে চ্যালেঞ্জ তো অবশ্যই। এজন্যই আমরা বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমরা বৈচিত্র্য ও টেকটিকস নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এগুলো কাজে লাগাতে হবে। বিশ্বকাপের উইকেটে স্পিনারদের তেমন সহায়তা নেই। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।