ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পূজারাকে কেন বলির পাঁঠা বানানো হয়, প্রশ্ন গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
পূজারাকে কেন বলির পাঁঠা বানানো হয়, প্রশ্ন গাভাস্কারের

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল থেকে চেতেশ্বর পূজারাকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু এর যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না সুনীল গাভাস্কার।

এজন্য ধুয়ে দিয়েছেন নির্বাচকদের। কিংবদন্তি এই ক্রিকেটারের মতে বলির পাঁঠা বানানো হয়েছে পূজারাকে।

গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ব্যাটিং পারফরম্যান্স ছিল নাজুক। অজিঙ্কা রাহানে ছাড়া কেউই সেভাবে ব্যাটে নিজের ছাপ রাখতে পারেননি। কিন্তু তাই বলে শুধু পূজারাকেই কেন বাদ পড়তে হবে, জানতে চান গাভাস্কার।

তিনি বলেন, ‘কেন তাকে বাদ দেওয়া হলো? ব্যাটিং ব্যর্থতার জন্য তাকে বলির পাঁঠা বানানো হলো কেন? ভারতীয় ক্রিকেটের অনুগত ক্রিকেটার সে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাখ লাখ অনুসারী নেই যে, তার বাদ পড়ায় কেউ আওয়াজ তুলবে, এই কারণে তাকে বাদ দেবেন!’ 

‘বিষয়টি বোঝার বাইরে। তাকে বাদ দেওয়া এবং যারা ব্যর্থ হয়েছে তাদের দলে রাখার মানদণ্ড কী? আমি জানি না, কারণ আজকাল সংবাদমাধ্যমের সঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যানের কোনো যোগাযোগ নেই। ’ 

ভারতের হয়ে কেবল টেস্ট ফরম্যাটেই খেলে থাকেন পূজারা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কাউন্টি ক্রিকেটেও প্রচুর রান করেছেন তিনি। ১০৩ টেস্টে ৭ হাজার ১৯৫ রান করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। দল থেকে বাদ পড়ার ক্ষেত্রে বয়স কোনো বিষয় হওয়া উচিত নয় বলে জানান গাভাস্কার।

তিনি বলেন, ‘সে কাউন্টি ক্রিকেট খেলছে। তাই বলা যায়, সে লাল-বলের ক্রিকেট অনেক খেলেছে এবং সে জানে এই খেলাটা কী। এখন ক্রিকেটাররা ৩৯-৪০ বছর বয়স পর্যন্ত খেলছে। যতক্ষণ কেউ রান করবে, আমি মনে করি, বয়স কোনো বিষয় হওয়া উচিত নয়। রাহানে ছাড়া ভারতের ব্যাটিং পুরোপুরি ব্যর্থ (চ্যাম্পিয়নশিপ ফাইনালে) ছিল। পুজারাকে কেন বাদ দেওয়া হলো, তা নির্বাচকদের ব্যাখ্যা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।