ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বড় ভাই’ তামিমের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
‘বড় ভাই’ তামিমের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেন লিটন ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: একদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এ নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে তুমুল আলোচনা।

এরপর আজ তামিমের জায়গায় আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য নেতৃত্বে আনা হয় লিটন দাসকে। দ্বিতীয় ওয়ানডে থেকেই দায়িত্ব বুঝে নেবেন তিনি।  

ম্যাচটিকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আসেন লিটন। যেখানে অবধারিতভাবে উঠে আসে তামিমের অবসর প্রসঙ্গ। যা নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়কের মত, তামিমের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো উচিত। তিনি বলেন, ‘আমি জিনিসটা জানতে পেরেছি দুপুর ১ টার দিকে। স্বাভাবিক বিষয় অনেকদিন ধরে তার সঙ্গে খেলেছে। আমরা কেউ উপলব্ধি করতে পারেনি এরকম একটা সিদ্ধান্ত নিবেন তিনি। কিন্তু এটা সম্পূর্ণ বড় ভাইয়ের সিদ্ধান্ত। এত বছর ধরে তিনি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন। উনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই উনার সিদ্ধান্তকে সম্মান জানাই। ’

২০০৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ১৬ বছরের ক্যারিয়ারে ব্যাট হাতে ২২ গজে দারুণ সব মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৯ ম্যাচে ১৫ হাজার ২০৫ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাটসম্যান তামিমকে কতটুকু মিস করবেন- এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘বলা মুশকিল। আমি আজকে আছি কালকে ইনজুরিতে পড়লে বাংলাদেশ আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। কারণ আপনি সামনে যখন এগোবেন, নতুনরা আসতেই থাকবে। উনি যদি থাকতো ভালো হতো। কিন্তু এখন যেহেতু উনি নেই এই টপিকটা নিয়ে আর কথা বলাই ঠিক হবে না। ’

তামিমের হঠাৎ অবসর আগামীকালের ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘তিনি (তামিম) আগের ম্যাচে ছিলেন, পরের ম্যাচে থাকবেন না। এমন যদি হতো উনি ইনজুরিতে পড়তেন, তাহলে আমাদের বিকল্প টিম নিয়ে খেলতে হতো। আমার কাছে মনে হয় না এমন কোনো পরিবর্তন আসবে। ’

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এমআর/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।