চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে লম্বা সময় ধরে আলোচনা হয়ে যাচ্ছে। কিন্তু এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।
চলতি মাসের ১ তারিখ থেকে আইসিসি প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেছেন জয় শাহ। মসনদে বসেই বিষয়টি নিয়ে বসেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই আইসিসির সূত্র উল্লেখ করে জানিয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের জন্য রাজি হয়েছে পিসিবি। কিন্তু তারা শর্ত দিয়েছে ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানে হওয়া আইসিসি টুর্নামেন্টগুলো হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে।
পিটিআই জানায়, গতকাল (বৃহস্পতিবার) দুবাইতে আইসিসির নতুন সভাপতি জয় শাহের সঙ্গে বোর্ড কর্তাদের মিটিং হয়। যেখানে পিসিবি কর্তারাও ছিলেন। সেখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিটিংয়ে পাকিস্তান ২০৩১ সাল পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে পারস্পরিক সমঝোতার কথা জানায়। কিন্তু আইসিসি ২০২৭ সাল পর্যন্ত সেটি করতে রাজি হয়।
আইসিসি সূত্র পিটিআইকে এই ব্যাপারে বলেন, ‘প্রাথমিকভাবে পাকিস্তান ও দুবাইতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত দুই পক্ষ থেকেই গৃহীত হয়েছে। যেখানে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। এই সিদ্ধান্ত সবার জন্যই ভালো হয়েছে। ’
এদিকে ২০২৫-২০২৭ পর্যন্ত ভারতে দুইটি আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাইব্রিড মডেলের সিদ্ধান্ত যদি সত্যি হয়ে থাকে, এক্ষেত্রে এই দুই টুর্নামেন্টে পাকিস্তানের জন্য আলাদা দেশে আয়োজন করতে হবে ম্যাচগুলো। ২০২৬ বিশ্বকাপে অবশ্য যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। এক্ষেত্রে নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
আরইউ