টেস্ট সিরিজ শেষ হয়েছে সমতায়। এবার লড়াই ওয়ানডেতে।
রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, উইকেট ভালো মনে হচ্ছে তার কাছে।
২৮০ রান করা তাদের জন্য ভালো সংগ্রহ হবে বলে মনে করেন তিনি। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলছেন, তিনি টস জিতলে বোলিংটাই নিতেন। এজন্য খুশি তিনি। চার পেসারের সঙ্গে এক স্পিনার নিয়ে খেলছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, জেইডেন সিলস।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
বাংলাদেশ সময় :
এমএইচবি