ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মোমেন্টাম এনে দেন ইকবাল হোসেন ইমন।
দুবাইয়ে ভারতের ইনিংসের ২১তম ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে আসল ধাক্কাটা দেন তিনিই। ফিরতি ওভারে আরেকটি উইকেট নিয়ে ভারতকে ম্যাচ থেকেই ছিটকে দেন ইমন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। বাংলাদেশের বাকি বোলাররাও ইমনের দেখানো পথেই বোলিং করেছেন নিয়ন্ত্রিত লেংথে। ফলে ৫৯ রান জিতে শিরোপা জেতে বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে রান তাড়ায় নেমে ১৩৯ রানের বেশি করতে পারেনি ভারত। আর তাতে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের যুবারা। অন্যদিকে এই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে হেরেছে ভারত।
ভারতকে কাঁপিয়ে দেওয়ার পথে বল হাতে মাত্র ২৪ রানে ৩ উইকেট নেন ইমন। যা তাকে এনে দিয়েছে ফাইনালের সেরা খেলোয়াড়ের তকমা। তবে শুধু ফাইনাল নয়, টুর্নামেন্টেরাই সেরা পারফর্মার তিনি। আসরে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। এর মধ্যে তিনবার ম্যাচে কমপক্ষে ৩ উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ২৪ব রানে ৪ উইকেট তার সেরা বোলিং।
ইমন ছাড়াও টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ে অবদান রেখেছেন আল ফাহাদ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১২ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ফাহাদ। আর টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ রান করেছেন তামিম। ১টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ২টি ফিফটিও। অন্যদিকে ৩৩৬ রান করে শীর্ষে আছেন পাকিস্তানের শাহজাইব খান।
বাংলাদেশ অময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমএইচএম