২ উইকেটে ১০০ পার করে ফেলেছিল বাংলাদেশ। আশা জেগেছিল বড় সংগ্রহের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে স্বাগতিকরা।
দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন মিলে ৩৩ রানের জুটি গড়েন। ১২ বলে ১২ রান করে মুর্শিদা আউট হলেও শারমিন আখতার ও সোবহানা মিলে দলের সংগ্রহ ১০০ পার করেন। ১৪তম ওভারে শারমিনা যখন ফেরেন তার নামের পাশে তখন ৩৩ বলে ৩৪ রান। সেখান থেকেই বিপর্যয়ের শুরু। রানের গতিও যায় থমকে।
১৬তম ওভারের দ্বিতীয় বলে সোবহানা বিদায় নিলে হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার মিডল অর্ডার। সোবহানা ৪৩ বলে ৪৫ রান করে আউট হন। এরপর আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। এর মধ্যে ১৮তম ওভারে ২টি ও শেষ ওভারে ২টি উইকেট হারায় বাংলাদেশ।
বল হাতে আয়ারল্যান্ডের ওরলা প্রেন্ডারগাস্ট ২১ রানে নেন ৪ উইকেট। ২ উইকেট ঝুলিতে পুরেছেন এমি ম্যাগুইয়ার।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমএইচএম