২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ভারতের পক্ষ থেকে আয়োজক পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল।
তবে ভারতের হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে শর্তসাপেক্ষে ভারতের প্রস্তাব মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। কিন্তু শর্ত মানতে রাজি হয়নি ভারত। ফলে চ্যাম্পিয়ন ট্রফির ভাগ্য এখনও ঝুলে আছে। এমনকি সূচি প্রকাশ করাও সম্ভব হয়নি।
এসব বিষয় নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে কথা বলতে গিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নকভি। সেখানেই পিসিবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন শাহবাজ। পিসিবি প্রধানকে উদ্দেশ্য করে শাহবাজ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আপনার অবস্থান প্রত্যেক পাকিস্তানির চাওয়ার প্রতিধ্বনি। পাকিস্তানের সম্মানই সবার আগে। ’
এর আগে আইসিসির বোর্ড মিটিংয়ে ৭ ডিসেম্বরের মধ্যে বিসিসিআই ও পিসিবিকে সমঝোতায় আসার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। কিন্তু ভারত এখন পর্যন্ত এ ব্যাপারে নীরব। আইসিসিও পারছে না সমস্যার সমাধান করতে। ফলে চ্যাম্পিয় ট্রফি আদৌ মাঠে গড়াবে কি না তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।
বাংলাদেশ সয়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমএইচএম