ঢাকা: বাংলাদেশের আবহাওয়া নিয়ে কপালে চিন্তার ভাজ পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। বুধবার (০১ জুলাই) প্রোটিয়াদের টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছিলেন, এখানকার তীব্র গরম ভোগাচ্ছে তাদের।
বৃহস্পতিবার (০২ জুলাই) মিরপুরে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন অতিথি দলটির ক্রিকেটার জেপি ডুমিনি। তিনি বলেন, প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার আগে আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। কারণ, এখানে তীব্র গরম।
বাংলাদেশ দল নিয়ে ডুমিনি বলেন, হোম কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ একটি দল। আর সেটা দুটো ফরম্যাটেই। তারা খুবই আত্মবিশ্বাসী। আমরা আশা করছি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন লড়াই হবে এ সিরিজে।
বাংলাদেশের প্রশংসা করলেও নিজ দলের শক্তির জায়গা ঠিকই জানান তিনি, আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে। দলের অনেক ক্রিকেটারই নিয়মিত আইপিএল খেলে। উপমহাদেশের কন্ডিশন তাদের ভালোই জানা।
৫ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে টাইগার-প্রোটিয়া লড়াই। সিরিজ শুরুর আগে শুক্রবার (০৩ জুলাই) ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ (প্রস্তুতিমূলক) খেলবে দক্ষিণ আফ্রিকা দল।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এসকে/এমআর