ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌম্যর পর ফিরলেন ইমরুল-সাব্বির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
সৌম্যর পর ফিরলেন ইমরুল-সাব্বির ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। অপেক্ষার পালা শেষ হলো। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

দলের ওপেনিং ভূমিকায় নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন সৌম্য সরকার।

ওপেনিং জুটি ভাঙে দলীয় ১০ রানের মাথায়। ব্যক্তিগত ৮ রানে প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দেন সৌম্য। তামিমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইমরুল কায়েসও। দলীয় ১০ রানেই তিনি সাজঘরে ফেরেন। ইনিংসের চতুর্থ ওভারে সৌম্যর হন্তারক কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। পরের বলেই উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাছে ক্যাচ দেন সাব্বির রহমান। দলীয় ১০ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে অন্য সব দলের বিপক্ষে বাংলাদেশ বেশ কয়েকটি টেস্ট খেললেও, হরহামেশা সুযোগ হয় না অজিদের বিপক্ষে খেলার। ফলে ২০০০ সালে সাদা পোশাকে টাইগারদের অভিষেক হলেও এখন পর্যন্ত ক্যাঙ্গারুদের বিপক্ষে মাত্র দুটি সিরিজই খেলা হয়েছে। যেখানে চারটি টেস্টেই থামতে হয়। এর ফলে আভিজাত্য অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চারটি টেস্টে ড্র পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। তবে ১১ বছর আগের সেই সর্বসেরা অজিদের ঠিকই কাঁপিয়ে দিয়েছিলো হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।