ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

১৫০তম ম্যাচের মাইলফলকে শের-ই-বাংলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
১৫০তম ম্যাচের মাইলফলকে শের-ই-বাংলা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে রোববার (২৭ আগস্ট) বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

আন্তর্জাতিক  ম্যাচ আয়োজনে ক্রিকেটে খেলুড়ে ভেন্যু গুলোর মধ্যে নয় নম্বরে শেরেবাংলা স্টেডিয়াম। ২৬৬ ম্যাচ আয়োজন করে এ তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়ার মেলর্বোন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)।

আগের ১৪৯টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ছিল ১৫টি টেস্ট, ৯৮ ওয়ানডে ও ৩৬ টি-টুয়েন্টি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ দিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তবে এই ভেন্যুতে এবারই প্রথম। এখানে আগে কখনোই তারা একে অপরের মুখোমুখি হয়নি।

টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চার ম্যাচের ভেন্যু ছিলো- অস্ট্রেলিয়ার ডারউইন ও কেয়ার্নস এবং বাংলাদেশের ফতুল্লা ও চট্টগ্রাম।

২০০৭ সালে মিরপুরের ভেন্যুতে প্রথমবারের টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এরপর ১৪ টেস্টে ২টি জয় পেয়েছে টাইগাররা। এই ভেন্যুতে বাংলাদেশের দু’টি জয় এসেছে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে।

এরপর ২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে এবং ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে জিতেছিলো বাংলাদেশ।

ভারত-শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের কাছে দু’বার করে এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের কাছে একবার করে টেস্ট হারে টাইগাররা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দু’বার টেস্ট ড্র করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।