ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সড়ক দুর্ঘটনায় আহত ইমরুল কায়েসের বাবাকে ঢাকায় আনা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
সড়ক দুর্ঘটনায় আহত ইমরুল কায়েসের বাবাকে ঢাকায় আনা হচ্ছে

মেহেরপুর: সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাসকে (৬০) হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটে তাকে মেহেরপুর হাইস্কুল মাঠ থেকে হেলিকপ্টারে তুলে দেন পরিবারের লোকজন। এসময় ইমরুল কায়েসের মা দিলারা খাতুন, মামাতো ভাই রনি এবং স্কয়ার হাসপাতালের একজন চিকিৎসক রয়েছে বলে জানিয়েছেন মামাতো ভাই রাশেদ আজিম।

>>>সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরুল কায়েসের বাবা

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় ইমরুল কায়েসের বাবার ডান পা ভেঙে গেছে এছাড়া তার বাম কানের নিচে আঘাত লেগেছে।

এরআগে, সকাল ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর ধাক্কায় বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।