ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একুশে পদক পাচ্ছেন চবির সাবেক শিক্ষক ড. মনিরুজ্জামান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
একুশে পদক পাচ্ছেন চবির সাবেক শিক্ষক ড. মনিরুজ্জামান অধ্যাপক ড. মনিরুজ্জামান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: 'ভাষা ও সাহিত্যে' বিশেষ অবদান রাখায় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মনিরুজ্জামান।  

রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. মনিরুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ছিলেন। এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৩ সালে ড. মনিরুজ্জামান ছাড়া আরও ১৮ জন ও দুটি প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।