চট্টগ্রাম: ‘মানুষের দৈনন্দিন জীবন বাস্তবিক অর্থেই রহস্য আর নাটকীয়তায় ভরা। সময়ের সাথে সাথে দ্রুত বদলে যায় মনন-জীবনধারা, প্রকৃতি আর পরিবেশ।
এই সময়ের জনপ্রিয় গল্পকার ও সাংবাদিক আবু মোশাররফ রাসেলের গল্পগ্রন্থ ‘মায়াভবন’ এর মোড়ক উন্মোচনকালে বিশিষ্টজনরা এ মন্তব্য করেন।
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে আয়োজিত অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ ও মুহাম্মদ শামসুল হক।
বইটির প্রকাশক ও চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি-সাংবাদিক ওমর কায়সার ও এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, শিক্ষক-প্রশিক্ষক ড. শামসুদ্দিন শিশির, রাজনীতিবিদ ফরিদ মাহমুদ, দৈনিক সমকাল এর চট্টগ্রাম রিজিওনাল এডিটর সারওয়ার সুমন, বইয়ের লেখক আবু মোশাররফ রাসেল, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থগার সম্পাদক আহমেদ কুতুব, লেখক-সাংবাদিক আহসানুল কবির রিটন, সাংবাদিক আরিফ রায়হান, শামসুদ্দিন ইলিয়াস প্রমুখ।
বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান বইবেলা প্রকাশন, প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও আপন আলো স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসি/টিসি