ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্মশালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্মশালা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গণিত ক্লাবের (সিইউএমসি) উদ্যোগে দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন রিসার্চ’শীর্ষক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবির কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার 'স্কুল অব কমিউনিকেশন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির তরুণ গবেষক ড. আব্দুল আজিজ।  

অনুষ্ঠানে ড. মো. শহীদুল হক বিদেশে উচ্চশিক্ষার দিকে আলোকপাত করার পাশাপাশি গবেষণার প্রয়োজনীয়, ধাপ ও প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করেন।

ড. আব্দুল আজিজ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গবেষণার বিভিন্ন ধরণ ও প্রক্রিয়াসহ নিজের বেশকিছু গবেষণা প্রকল্পের নমুনা উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।