ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নারীদের অসাধারণ কাজে এগিয়ে আসতে হবে: আনোয়ারা সৈয়দ হক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
নারীদের অসাধারণ কাজে এগিয়ে আসতে হবে: আনোয়ারা সৈয়দ হক

চট্টগ্রাম: নারীদের সাধারণ হয়েই অসাধারণ কাজে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।  

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সমিতি-ঢাকা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ড. মনিরুজ্জামান।  

আনোয়ারা সৈয়দ হক বলেন, এখন চলছে ভাষার মাস।

এগিয়ে আসছে স্বাধীনতার মাসও। দুই মাসের গুরুত্ব অনন্য। দুটো মাসকে ঘিরেই লেখকদের অধিকাংশ লেখালেখি আবর্তিত। অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি দেশের স্বাধীনতার জন্য নিঃস্বার্থ কাজ করেছেন। একজন বড় মাপের মানুষ ছিলেন তিনি। মহান এ ব্যক্তিত্বের নামে প্রবর্তিত শিশুসাহিত্য পুরস্কার যারা পেলেন তারা সত্যিই ভাগ্যবান। যেকোনো পুরস্কার আনন্দের, গৌরবের। আমি পুরস্কারপ্রাপ্তসহ সব শিশুসাহিত্যিককে দেশ ও জাতির জন্য এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানাই।

ড. মনিরুজ্জামান বলেন, শিশুসাহিত্য একটি কঠিন কাজ। শিশুসাহিত্য যারা করেন তাদের গভীর পড়াশুনা করতে হবে। বিভিন্ন ভাষা শিখতে হবে। শিশুসাহিত্য কখনো শিশুসাহিত্য হিসেবে আসবে না, এটি গভীর সাহিত্য থেকে আসতে হবে। শিশুসাহিত্যের জন্য শিশুসাহিত্যিকদের বহুমুখী লেখাপড়া শিখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন শব্দঘর সম্পাদক কথাসাহিত্যিক মোহিত কামাল, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, কবি-শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, চট্টগ্রাম সমিতি-ঢাকার অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের, ম্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। অনুভূতি জানান পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন (উপন্যাস- নোটুর একটি রাইফেল)।  

তিনি বলেন, শিশুদের পাঠাভ্যাস কীভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে দায়িত্ব নিতে পারে চট্টগ্রাম একাডেমি।  

কবি চন্দ্রশিলা ছন্দা (কিশোরকবিতাগ্রন্থ-আমার আছে বিশাল আকাশ) বলেন, অধ্যাপক খালেদ একজন জাতীয় ব্যক্তিত্ব। তার নামে প্রবর্তিত এ পুরস্কার গুরুত্বের দিক দিয়ে জাতীয় পর্যায়ের বলে আমি মনে করি। এ পুরস্কার আমাকে দায়িত্বশীল হতে অনুপ্রেরণা জোগাবে। স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক শিশুসাহিত্যিক রাশেদ রউফ। সঞ্চালক ছিলেন আয়েশা হক শিমু। বক্তব্য দেন কবি অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, রমজান মাহমুদ, জাহাঙ্গীর মিঞা, শারুদ নিজাম, রেজাউল করিম স্বপন, এসএম মোখলেসুর রহমান, বাসুদেব খাস্তগীর, আবুল কালাম বেলাল, মোহাম্মদ জোবায়ের ও মোহাম্মদ মুনির।  

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রণেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাককে স্মরণ করা হয়। প্রধান অতিথি আনোয়ারা সৈয়দ হক পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে নতুন বই নাসের রহমানের আকাশে রঙিন ঘুড়ি, আবুল কালাম বেলালের প্রিয় দেশ প্রিয় স্বাধীনতা, রশীদ এনামের একাত্তরের জলপুত্র, রেহেনা মাহমুদের দৃশ্যান্তরের গল্প, শিবুকান্তি দাশের মিলিটারি এলো গ্রামে, সুমি দাশের শেষ বিকেলের আলো, গৌরী ভট্টাচার্যের সাদা কালো দিন, ইফতেখার মারুফের রাসেল তোমাকে ভালোবাসি, জসীম উদ্দিন খানের মন রাঙাবো নতুন করে, লিপি বড়ুয়ার তোমার বসন্ত দিনে, সৈয়দ সেলিমা আক্তারের মনের সাথে যাই হারিয়ে, মোয়াজ্জেম হোসেনের সাতকানিয়া লোহাগাড়া মনীষা গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়।

প্রথম পর্বে কথাসাহিত্যিক নাসের রহমানের সভাপতিত্বে লেখাপাঠ ও কথামালায় অংশ নেন আবু মুসা চৌধুরী, আহমেদ জসীম, আজিজ রাহমান, আনোয়ারুল হক নূরী, শিবু কান্তি দাশ, মালেক মাহমুদ, ইফতেখার মারুফ, কামাল হোসাইন, আহমেদ সাব্বির, মোমিন উদ্দীন খালেদ, মনজুর আলম, সোহেল মাহরুফ, শাকিল আহমদ, মহসীন চৌধুরী, জোবায়দা আক্তার চৌধুরী, মোশতাক রায়হান, ইসমাইল জসীম, নিজামুল ইসলাম সরফী, গোফরান উদ্দীন টিটু, রেহেনা মাহমুদ, জসীম উদ্দিন খান, রুনা তাসমিনা, গৌরী ভট্টাচার্য, সৈয়দা সেলিমা আক্তার, সুপ্রতিম বড়ুয়া, তানজিনা রাহী, রুমি চৌধুরী, লিপি বড়ুয়া, নুরুন্নাহার ডলি, সুমি দাশ, শান্তময় দাশ, সরওয়ার আরমান, তানভীর হাসান বিপ্লব, মোয়াজ্জেম হোসেন, রহমান রনি, আমেনা লিপি, মুশফিকুর রহমান, সুরভি কান্তা, গৌরী সবর্ববিদ্যা, গৌতম কানুনগো, লিটন দাশগুপ্ত, রেবেকা সুলতানা, এম কামাল উদ্দিন, আয়মান রউফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet