ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
চবিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এর আগে রাত ১২টা থেকেই শুরু হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা জানায়।

একুশে ফেব্রুয়ারি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে একে একে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আঞ্চলিক সংগঠনগুলো।  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চবির বুদ্ধিজীবী চত্বরে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) মাতৃভাষায় যুক্তিতর্কের আয়োজন করেছে। এছাড়া উদ্দীপ্ত বাংলাদেশের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী চলছে বই বিনিময় উৎসব।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমএ/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।