ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্দোলনের নামে বিএনপির সহিংসতা সহ্য করা হবে না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আন্দোলনের নামে বিএনপির সহিংসতা সহ্য করা হবে না

চট্টগ্রাম: সারাদেশে বিএনপির আন্দোলনের  নামে সহিংস রাজনীতি এবং জনগণ ও পুলিশের ওপরে হামলার প্রতিবাদে মহানগর যুবলীগ সংগঠক ইয়াসির আরাফাতের নেতৃত্বে যুবলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জেলা পরিষদ চত্বরে জোবায়ের বশরের সভাপতিত্বে  ও  মিরাজ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুবনেতা এহসানুল হক ডিউক, মীর মো. ইকবাল, জালাল আহমেদ রানা, মো. রাশেদ, মোহাম্মদ সালাউদ্দিন, আবু তালেব, মো. শাকিল,  কামরুল হাসান, সাদ্দাম হোসেন, ইরফান আলী ফাহিম, ইমদাদুর রহমান রিয়াদ, কাইসার আহমেদ, সজীব দাশ, বিজয় সিং, অর্নব দাশ, মো. আকিব, আবদুল কাদের সুজন, তানভীর আহমেদ, নয়ন কুমার, মো. তারেকুর রহমান, আহসান উল্লাহ, টারজেন দাশ, আকবর হোসেন, আশিক শোভন, মো. সফিকুর রহমান, মো. ফয়সাল, মো. মিনহাজ উদ্দিন, ইরফান ইমাদ, মোহাম্মদ আরমান, রাসেল প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য  আন্দোলনের নামে বিএনপি  আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছে।

দেশের জনগণের জানমাল নিরাপত্তায় যুবলীগের নেতাকর্মীরা রাজপথে থাকবেন।

 পুলিশের ওপর বিএনপির হামলাও সহ্য করা হবে না।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।