ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দৃষ্টি চট্টগ্রামের ৩১ বছর পূর্তি উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
দৃষ্টি চট্টগ্রামের ৩১ বছর পূর্তি উৎসব ...

চট্টগ্রাম: ১৯৯২ থেকে ২০২৩ সাল। মাঝখানে দীর্ঘ ৩১ বছর।

আবৃত্তিকার ও বিতার্কিক তৈরির আঁতুড়ঘর হিসেবে খ্যাত'দৃষ্টি চট্টগ্রামে'র বয়স এটি। নতুন বর্ষে পা দেওয়ার দিন সংগঠনটি ফেলে আসা সেই দিনগুলো যেন আবারও সবার সামনে আনল।
 

৩১ বছরে প্দার্পণ উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় বণার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। রাজনীতিক থেকে সাহিত্যিক। কবি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নাট্যজন থেকে বিতার্কিক। কে ছিল না সেই অনুষ্ঠানে! তাঁদের সঙ্গে দৃষ্টির শুরুর স্বপ্নসারথি থেকে নবীন সদস্যরা তো ছিলেনই।  

কবিতা আবৃত্তি আর গানের ফাঁকে ফাঁকে দৃষ্টিকে নিয়ে আবেগ আর ভালোবাসার কথা জানান অতিথিরা। স্মৃতিচারণ করেন দৃষ্টির সাবেক ও বর্তমান সদস্যরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, দৃষ্টি একটি ব্যতিক্রমী সংগঠন। তাদের একাগ্রতা ও নিষ্ঠার কারনে তারা আজ সারাদেশে প্রশংসিত হচ্ছে।

এ সময় তিনি দৃষ্টি চট্টগ্রামকে তার লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাবার আহ্বান  জানান।  

ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন 'আহা আজি এ বসন্তে এতো ফুল ফোটে, বসস্ত ফুল গাঁথলো আমার জয়ের মালা’ গান দিয়েই শুভেচ্ছা জানান দৃষ্টি চট্টগ্রামের বন্ধুদের।  

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি আবুল মোমেন দৃষ্টির অর্ন্তদৃষ্টি চর্চার বিষয়টিকে ইতিবাচক ব্যক্ত করে তাদের সাফল্য কামনা করেন। দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী দৃষ্টি চট্টগ্রামের সফলতা কামনা করে বলেন, ৩১ বছর ধরে শুধুমাত্র বিতর্ক চর্চা করে একটি সংগঠন এতটুকু আসতে পারাটাই একটি মাইলফলক। অনুষ্ঠানে কবি, সাংবাদিক, শিল্পী, আবৃত্তিকার, নাট্যব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

দৃষ্টি চট্টগ্রামের স্থায়ী পরিষদের চেয়ারম্যান কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের শুরুতেই সম্মাননা জানানো হয় দৃষ্টির প্রাক্তন সভাপতি বৃজেট ডায়েস, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম বাকী মাসুদ ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিলি চৌধুরীকে। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হাযদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব আলেক্স আলীম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কামরুল হাসান বাদল, ডেইজি মউদুদ, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, নারী নেত্রী রেহানা বেগম রানু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আদনান মান্নান, লেখিকা রোখসানা বন্যা, ব্যাংকার রাশেদুল আমীন রাশেদ, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, সাবেক আবৃত্তি সম্পাদক রাফিউদ্দিন মুন্না, সাবেক প্রচার সম্পাদক সৈয়দ রিফাত ফারুক সম্্রাট, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সাংবাদিক শাহদাৎ হোসাইন, তাননিম হাসান। কথামালা ও বক্তব্যরে ফাকে ফাকে দৃষ্টি চট্টগ্রামকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।   

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সাভাপতি সাইফ চৌধুরী। পুরো আয়োজন পরিচালনা দৃষ্টি চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক সাবের শাহ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।