ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নের উচ্চ শিখরে বাংলাদেশ: আমিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
উন্নয়নের উচ্চ শিখরে বাংলাদেশ: আমিন

চট্টগ্রাম: জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের আনাচে-কানাচে অভূতপূর্ব উন্নয়ন কাজ করে দেশ এখন সর্বক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামে টঙ্কাবতী খালের ওপর সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রীসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নানা ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন জানিয়ে আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে দেশে ৪ লাখ ২০ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বিদ্যুৎ উৎপাদন, ৯ লাখ ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন।

 

শেখ হাসিনার সাথে রাজনীতিতে না পেরে বিএনপি জামায়াত এখন মিথ্যাচার করে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন,  বিএনপি-জামায়াত জোট সরকার দুই মেয়াদে ১০ বছর ক্ষমতায় থাকলেও দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি, উপরন্তু ৫ বার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। সবাইকে এই ধর্ম ব্যবসায়ীদের প্রপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী বলেন, এখানকার জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাওলানা শামসুল ইসলাম টিআর-কাবিখার নাম দিয়ে অস্ত্র কিনেছে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে কোটি কোটি টাকা লোপাট করেছে। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের টাকা আত্নসাৎ করে মালেশিয়ায় পাচার করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা লোপাট করে দাড়ি পাল্লায় ভোট কিনে এমপি হয়েছে। তারা ইসলামের নামে কলঙ্ক। এদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না। আগামীতে জামায়াত-শিবির যদি কোন কারণে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশ জঙ্গিবাদের রাষ্ট্রে  পরিণত করবে। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান এমপি নদভী।

সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম. ইদ্রিচের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু ও  সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকী প্রমুখ।

সেতু বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এসএম আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. হাছান আলী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও এরফানুল করিম চৌধুরী ছাড়াও সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।