ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা আন্দোলন

নিহত আকরাম ছাত্রদল নেতা, দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
নিহত আকরাম ছাত্রদল নেতা, দাবি বিএনপির ...

চট্টগ্রাম: কোটা সংস্কারের দাবিতে নগরের ষোলশহর-মুরাদপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত আকরামকে ছাত্রদলের কর্মী বলে দাবি করেছে নগর বিএনপি। এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।

আরও কিছু আহত রয়েছেন।

নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।