ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আওয়ামী শাসনামলে ১৫ বছর ধরে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলা মারধর চাঁদাবাজিতে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।  

রোববার (১০ নভেম্বর) সকাল ১১টায় চবির বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ সময় চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন পদক্ষিন করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের শিক্ষাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও স্বৈরাচারী শাসনের দ্বারা কলুষিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা ও নির্যাতন চালিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করা হয়েছে। এসবে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান বলেন, পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ছাত্র-জনতাকে নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত আছি। আমরা শহীদের রক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো মূল্যেই স্বৈরাচারী গণহত্যাকারীদের প্রতিহত করবো। এ দেশে আর যেন কখনও এই স্বৈরাচারি শক্তির উত্থান না হতে পারে আমরা সজাগ আছি।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।