চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী মর্তুজা চৌধুরীর হত্যাকারী জামাত-শিবিরের ক্যাডারদের ফাঁসির দাবি জানিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
আলী মর্তুজা চৌধুরী হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্ণ হয়েছে মঙ্গলবার । এ উপলক্ষে চবি ছাত্রলীগের পক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১টায় আলী মর্তুজা চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, দুপুর ১২টায় হত্যাকারীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান এবং দুপুর দেড়টায় মরহুমের আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় ছাত্র সংসদ মসজিদে মিলাদ মাহফিল।
এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বীসহ ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
টিএইচ/টিসি