চট্টগ্রাম: ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার প্রতিবাদে ভোট বর্জন করেছেন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর ও রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান।
এসময় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত করার দাবিও জানান তারা।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে সন্দ্বীপ প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর টেলিফোনে বাংলানিউজকে বলেন, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোটকেন্দ্র দখল করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে।
তিনি বলেন, নির্বাচন বাতিল করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানাচ্ছি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির প্রতিবাদে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর।
একই অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি