সীতাকুণ্ড থেকে: সীতাকুণ্ড পৌর নির্বাচনে সরকার দলীয় নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল করেছেন অভিযোগ এনে ৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী আবুল মনছুর।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আবুল মনছুর বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত থেকেই বোমা ও গ্রেনেড ফাটিয়ে সরকার দলীয় লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এসময় তারা সাধারণ ভোটার ও আমাদের সমর্থকদের ভোট প্রদানেও বাধা দেয়।
তাই পৌরসভার নুনাছড়া প্রাথমিক বিদ্যালয়, পন্থিশীলা, ডিগ্রি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, ঈদলপুর জোবাইদিয়া মহিলা মাদ্রাসা এবং শিবপুর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানান বিএনপি’র এ মেয়র প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমইউ/টিএইচ/আইএসএ/টিসি