বৃহস্পতিবার (৩ জানুয়ারি) চালানটির ন্যায় নির্ণয়সহ ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিবেদন পাঠিয়েছে অধিদফতর।
অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সদরঘাট তেজগাঁও সার্কেলের চিত্তরঞ্জন অ্যাভেনিউর মেসার্স হাবিবা ট্রেডার্সের চালানটির (বি/ই নম্বর: ১৮৯২৯৭৫) খালাস কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়।
চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের ১৭১৯ শেখ মুজিব সড়ক এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট গ্রিন ল্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডিং এজেন্সি।
অধিদফতর সূত্র জানায়, চালানটির শতভাগ কায়িক পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ৯০০ কেজি জিপারের জায়গায় ১৪ হাজার ২০ কেজি, ১ হাজার ২০০ কেজি স্লাইডারের পরিবর্তে ৪ হাজার ৫৫০ কেজি এবং ৪০০ কেজি বাটনের স্থলে ২ হাজার ৫৩৩ কেজি ঘোষণার বেশি পণ্য পাওয়া যায়।
পণ্য চালানটির মূল্য দাঁড়ায় ১৪ লাখ ৭১ হাজার ১৬৫ টাকা। ফাঁকি দেওয়া রাজস্বসহ চালানটির মোট মূল্য দাঁড়ায় ৩২ লাখ ৯৭ হাজার ৯৭৬ টাকা।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এআর/টিসি