ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ের তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ের তরুণীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার একে খান বাড়ির একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী তরুণীর। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল।

ওসি মঈনুর রহমান চৌধুরী বলেন, বিকেলে সোয়া ৪টার দিকে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। তরুণীর পরনে টিশার্ট ও পেটিকোট ছিল। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।