ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় মধ্যরাতে প্রার্থীর বাড়িতে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
সাতকানিয়ায় মধ্যরাতে প্রার্থীর বাড়িতে হামলা ...

চট্টগ্রাম: সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে মধ্যরাতে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মির্জাপুর বাংলাবাজার এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সেলিম চৌধুরী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।  

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তিনি বাংলানিউজকে বলেন, নির্বাচনী প্রচারণা শুরু করার পর থেকে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছি।

আমার বেশ কয়েকজন সমর্থকের বাড়িতেও হামলা চালিয়েছে তারা। সর্বশেষ শুক্রবার রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়। রাজনীতিতে দ্বিমত থাকতে পারে। তাই বলে এভাবে বাড়িতে হামলা চালাতে হবে কেন? আমি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবো।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বাংলানিউজকে বলেন, রাতে এক চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। কারা হামলার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।