ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্ত্রীকে জানাতে হবে স্বামীর রোজগারের হিসাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
স্ত্রীকে জানাতে হবে স্বামীর রোজগারের হিসাব ছবি: প্রতীকী

কলকাতা: শুধু আয়কর দপ্তরকেই নয়, এখন থেকে ভারতে  রোজগারের সব হিসাব-নিকাশ স্ত্রীকেও অবহিত করতে হবে।  

এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) এমন নির্দেশনাই জারি করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য কমিশন।



তথ্য জানার অধিকার আইনের আওতায় এ নিয়ম বলবৎ করা হবে বলে জানিয়েছে  কমিশন।

কোন ব্যক্তির আয় তার ‘ব্যক্তিগত তথ্য’ এমন বিষয়টিকে খারিজ করে কমিশন স্ত্রীকে তা জানার অধিকার দিয়েছে।  

এ বিষয়টি বিবেচনা এবং পারিবারিক হিংসা রোধ করতেই এ আইন করা হয়েছে বলে ঘোষণা দেন তথ্য কমিশনার এম শ্রীধর আচারয়ুলু।

তিনি মনে করেন, সন্তান ও প্রতিটি দম্পতির সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থেই স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পদের পরিমাণ এবং আয়ের উৎস একে অপরের জানা উচি‍ৎ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।