ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় প্রথম ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ত্রিপুরায় প্রথম ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ব্রডগেজ ট্রেনের ইঞ্জিনের পর প্রথম ব্রডগেজের যাত্রীবাহী ট্রেন এলো ত্রিপুরা রাজ্যে।

বুধবার (১৩ জানুয়ারি) ভারত সরকারের কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের মন্ত্রী মনোজ সিনহার উপস্থিতিতে আগরতলায় প্রথম ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।



সোমবার (১১ জানুয়ারি) রাতে ৭ বগির একটি যাত্রীবাহী ট্রেন আমবাসা স্টেশনে আসে। মঙ্গলবার (১২ জানুয়ারি) ট্রেনটি আমবাসা থেকে জিরানিয়া স্টেশনের দিকে রওয়ানা হয়। ট্রেনটি দেখতে বিভিন্ন স্থানে ভিড় করেন কৌতূহলী মানুষ।

ট্রেনটি রাতে জিরানিয়া স্টেশনে থাকবে এবং এখানেই ইঞ্জিনসহ বগিগুলিকে ফুলের মালা দিয়ে সাজানো হবে। জিরানিয়া স্টেশন থেকে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ট্রেনটিকে আগরতলা রেলস্টেশনে নিয়ে যাওয়া হবে।

ট্রেনটিকে কেন্দ্র করে আগরতলবাসীর মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।