ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফিলিস্তিনিদের সাহায্যার্থে অনুদান দেওয়া যাবে উপায়-এ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, মে ২০, ২০২১
ফিলিস্তিনিদের সাহায্যার্থে অনুদান দেওয়া যাবে উপায়-এ

ঢাকা: চলমান ইসরাইলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনি জনগণের সাহায্যার্থে এগিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়। এখন থেকে উপায় গ্রাহকরা তাদের মোবাইল অ্যাপ বা ইউএসএসডি কোড ডায়াল করে যেকোন অংকের টাকা ফিলিস্তিনি দূতাবাসের ‘উপায়’ 
অ্যাকাউন্টে পাঠাতে পারবেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সাবসিডিয়ারি ‘উপায়’ এবং ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সঙ্গে বুধবার (১৯ মে) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

উপায় অ্যাপ ব্যবহারকারীরা ‘ডোনেশন’ অপশনে গিয়ে ‘অ্যাম্বাসি অব দ্য স্টেট অব প্যালেস্টাইন, বাংলাদেশ’ সিলেক্ট করে অনুদান দিতে পারবেন।

ইউএসএসডি ব্যবহারকারী ‘উপায়’ গ্রাহকরা *২৬৮# ডায়াল করে ‘মেক পেমেন্ট’ সিলেক্ট করে  ফিলিস্তিন দূতাবাসের অফিসিয়াল ‘উপায়’ অ্যাকাউন্ট  (১৯৩৭৭৯১২৫৪) অনুদানের টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মে ২০, ২০২১
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।