ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাটের নিবন্ধন নিলো গুগল ও আমাজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২১
ভ্যাটের নিবন্ধন নিলো গুগল ও আমাজন

ঢাকা: বাংলাদেশে ব্যবসা করার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে টেক-জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ও আমাজন।

রোববার (৩০ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা যায়।

এনবিআর সূত্রে জানা যায়, গুগল ও আমাজন বাংলাদেশে ব্যবসা করার জন্য ভ্যাট নিবন্ধন নম্বর নিয়েছে। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে তারা এই নিবন্ধন নেয়। গুগল ২৩ মে এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন পেয়েছে।

ভ্যাট নিবন্ধন নেওয়ায় এখন থেকে তারা বাংলাদেশে ভ্যাট রিটার্ন দাখিল করবে একইসঙ্গে ভ্যাটের টাকা নিয়মিত পরিশোধ করবে।

অবশ্য এতদিনও প্রতিষ্ঠান দু’টি ভ্যাটের টাকা পরিশোধ করতো। বাংলাদেশ থেকে যে ব্যাংকের মাধ্যমে তাদের টাকা পরিশোধ হতো, সেই ব্যাংকই ভ্যাট কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিতো।

এদিকে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে জানা যায়, গুগল ‘এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড’ নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর আমাজন নিবন্ধিত হয়েছে ‘আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন’ নামে।

এছাড়া বাংলাদেশে তাদের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে ‘প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ’।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।