ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ৫, ২০২১
বাজেটের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: একাদশ জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত বৃহস্পতিবার (৩ জুন) সংসদে বাজেট পেশ হলেও অন্য বছরের মতো প্রস্তাবিত বাজেটের পর নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়েনি।

শনিবার (৫ জুন) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্কর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজেট ঘোষণার আগেই অনেক পণ্যের দাম বেড়ে গেছে। এজন্য ঘোষণার পর পণ্যের দাম বাড়ার আর কিছু থাকে না। তবে বাজেটের পর দিন শুক্রবার (৪ জুন) থাকায় খুব একটা পণ্য বাজারে আসেনি। এছাড়া অনেক পণ্য আগের কেনা রয়েছে তাই বাজেটের প্রভাব বুঝতে আরো কয়েকদিন সময় লাগবে।

এ ব্যাপারে শেওড়াপাড়া ভাই ভাই জেনারেল স্টোরের মালিক সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাজেটের কোনো প্রভাব আমাদের এখানে পড়েনি। শুনলাম বাজেটে প্যাকেটজাত মুড়ির দাম কমেছে। মুড়ি মজুদ থাকায় এ সপ্তাহে এ পণ্যের প্রয়োজন হবে না।

তিনি বলেন, তেল, চিনি ও পেঁয়াজের দাম বাজেটের আগেই বেড়েছে। আমরা এসব পণ্য বাজেটের আগে থেকেই বেশি দামে বিক্রি করছি।  

সয়াবিন লিটারে ৯ টাকা ও চিনি বস্তায় ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে। শনিবার ৫ লিটার বোতলের সয়াবিন বিক্রি হচ্ছে ৭২৮ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। তবে ভারতীয় পেঁয়াজ স্থলবন্দর দিয়ে আসা শুরু হওয়ায় পেঁয়াজের বাজার অপরিবর্তিত রয়েছে।

রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হচ্ছে সবজি।

বাজেটে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেক্ট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকারের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।  

এছাড়া ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেক্ট্রিক ওভেনের উৎপাদন পর্যায়ের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্যের দামও কমতে পারে। ইলেকট্রনিক এসব পণ্যের দাম কমতে পারে বলে জানানো হলেও বিক্রেতারা এখন পর্যন্ত কোম্পানি থেকে কমা-বাড়ার বিষয়ে কোনো খবর পাইনি। কোম্পানি দাম কমালে বিক্রেতারা দাম কমিয়ে দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এ ব্যাপারে নাফিস এন্টার প্রাইজের মালিক আমজাদ হোসেন ফিরোজ বাংলানিউজকে বলেন, বাজেটে কিছু পণ্যের দাম কমেছে শুনেছি। তবে কোম্পানি থেকে কোনো খবর পাইনি। আমাদের যেই দরে বিক্রি করতে বলবে আমরা সেই দরেই বিক্রি করবো।

কাজীপাড়া বাজারের মুদি ব্যবসায়ীরা জানান, বাজেটের কারণে চালের বাজারে কোনো প্রভাব পড়েনি। তবে চাল মজুদ থাকায় তেমন কিছু বুঝাও যাচ্ছে না। দুই-চারদিন পর নতুন চাল এলে বুঝা যাবে।

বাজেটে ব্যবসায়ী পর্যায়ে ফলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই ফলের দাম কমতে পারে উল্লেখ থাকলেও বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ফলের দামে কোনো পরিবর্তন আসেনি। তবে আমের মৌসুম হওয়ায় সব রকম আম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে।  

এ ব্যাপারে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী মুসা বলেন, আম ও জাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।  

তিনি বলেন, এটা বাজেট নয়, আম ও জামের ভরা মৌসুম হওয়ায় দাম কিছুটা কমেছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।