ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দুবাইয়ে এফবিসিসিআই প্রতিনিধিদলকে অভ্যর্থনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
দুবাইয়ে এফবিসিসিআই প্রতিনিধিদলকে অভ্যর্থনা

ঢাকা: এক্সপো ২০২০ দুবাইয়ের বাংলাদেশ প্যাভিলিয়নে ব্যবসায়ী প্রতিনিধিদলকে  ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সহ-সভাপতি এমএ মোমেনের নেতৃত্বে প্রতিনিধিদলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কর্মাশিয়াল কাউন্সিলর কামরুল হাসানসহ বাংলাদেশ প্যাভিলিয়নের কর্মকর্তারা।

 

এর আগে এক্সপো-২০২০ দুবাইসহ বেশ কয়েকটি ব্যবসায়ীক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে এসেছে প্রতিনিধি দলটি।  
 
পরে দক্ষিণ কোরিয়া এবং ভারতের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।  

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, ডেপুটি সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, চালডালের কো-ফাউন্ডার ও চিফ অপারেটিং অফিসার জিয়া আশরাফ, উইমেন ই-কর্মাস ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উইমেন চেম্বারের পরিচালক নুর এ জান্নাতসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।  

প্রতিনিধদলটি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের পরে কোরিয়া ও ভারত প্যাভিলিয়ন পরিদর্শন করে। এ সময় দেশ দুটির ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এসই/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।