ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার নিয়ে বাজেটে অনেক কিছু আছে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ১৫, ২০২২
পুঁজিবাজার নিয়ে বাজেটে অনেক কিছু আছে: অর্থমন্ত্রী

ঢাকা: আমাদের অর্থনীতি অনেক ভালোভাবে চলছে। পুঁজিবাজার নিয়ে পুরো বাজেটে অনেক কিছু আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পুঁজিবাজার স্বাভাবিক নিয়মে ওঠানামা করবে, এটাই স্বাভাবিক বলে জানান তিনি।

বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

পুঁজিবাজারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে যেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন হবে। বাজেট যেটি ঘোষণা করলাম সেটি কার্যকর হবে কবে থেকে? এখনও বাস্তবায়ন শুরু হয়নি। এটি বাস্তবায়ন শুরু হবে আরও পরে। আমি মনে করি পূঁজিবাজারে পুরো বাজেটে অনেক কিছু আছে। আমাদের অর্থনীতি অনেক ভালোভাবে চলছে। প্রত্যেকটি ধারায় আমরা বিশ্বের মধ্যে তুলনা করলে আমরা অনেক ভালো আছি। পুঁজিবাজার ওঠানামা স্বাভাবিক নিয়ম। তবে এটি ভালোভাবে চলুক সেটি আমাদের সবার চাহিদা।

দেশে বিভিন্ন দেশের মানুষ কাজ করেন, এতে কত টাকা দেশের বাইরে চলে যায়—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি আমিও জানত চাই। মূলত এগুলোর সাথে রপ্তানি খাত জড়িত। এর সাথে বিদেশি লোকজন লাগবে। কোনো স্টাবলিশড প্রতিষ্ঠানকে মালামাল পাঠাতে হলে তাদের পরিচিত লোকজন লাগবে। আমাদের তেমন এক্সপার্ট ছিল না। এখন আমরা জানি মার্কেটিং কীভাবে করতে হয়, বাকি সব কীভাবে করতে হয়। বিদেশিরা থাকায় আমরা সেটি শিখতে পেরেছি। যারা রপ্তানি বেইজ প্রতিষ্ঠান চালায় তারা বলেন, এগুলো লাগবে। আমাদের রেমিট্যান্স অনেক বাড়বে।

জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, বিষয়টি চূড়ান্ত হয়নি, হলে আমরা সিদ্ধান্ত নেবো। সরকারের দৃষ্টিকোণ হলো সাধারণ মানুষের যাতে কষ্ট কম হয়। বেশি বাড়লে তাদের ওপর কিছুটা চাপাতে হয়। নইলে সরকারই বহন করে। এটি নিয়ে সিদ্ধান্ত হলে আমরা বলতে পারব।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ১৫, ২০২২
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।