ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছুটি ছাড়া বিদেশে অবস্থান: ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মে ৩১, ২০২৩
ছুটি ছাড়া বিদেশে অবস্থান: ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ট্রাইব্যুনাল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ মে) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিন্ডিকেটের একজন সদস্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ছুটি ছাড়া বিদেশে অবস্থান করা সংক্রান্ত বিষয় নিয়ে গঠিত আগের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

অপরদিকে দর্শন বিভাগের শিক্ষক রেবেকা সুলনাতার বিষয়ে প্ল্যাজারিজমের অভিযোগ তদন্তে প্রাথমিক একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ৩১, ২০২৩

এসকেবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।