ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোটিশের জবাব দেয়নি দিনাজপুর শিক্ষাবোর্ডের ৫২ স্কুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
নোটিশের জবাব দেয়নি দিনাজপুর শিক্ষাবোর্ডের ৫২ স্কুল

দিনাজপুর: চলতি এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে নোটিশপ্রাপ্ত দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫২টি প্রতিষ্ঠান নোটিশের জবাব দেয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৮ ফেব্রুয়ারির মধ্যে এসব বিদ্যালয় ও মাদ্রাসাকে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত ও লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।



নির্ধারিত সময়ের মধ্যে ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান লিখিতভাবে নোটিশের জবাব দিলেও ৫২টি প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য বাংলানিউজকে জানান, ৮ ফেব্রুয়ারির মধ্যে দিনাজপুর জেলার ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টি, লালমনিরহাটের ৪১টির মধ্যে ২৪টি, গাইবান্ধার ৩৫টির মধ্যে ১৩টি, পঞ্চগড়ের ১৮টির মধ্যে ১৫টি, নীলফামারীর ১৭টির মধ্যে ১৬টি এবং রংপুর জেলার ১৩টির মধ্যে ৭টি স্কুল-মাদ্রাসা আদায়কৃত অতিরিক্ত ফি ফেরত দেয়ার ব্যাপারে লিখিত প্রতিবেদন শিক্ষাবোর্ডে জমা দিয়েছে।

তিনি আরো জানান, জবাব না দেওয়া ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।