ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চান্দিনায় প্রাথমিক শিক্ষাসপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
চান্দিনায় প্রাথমিক শিক্ষাসপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): “মান সম্মত শিক্ষা/ জাতির প্রতিজ্ঞা” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



এতে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান তপন বকশী এবং বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মফিজুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলার সাবেক শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মনির খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, ইউআরসি ইনস্ট্রাক্টর মোস্তফা কামাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কমল বকশী, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক নেত্রী সাহিদা আক্তার, বিলকিস আক্তার প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।