ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের ৪০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী যথাক্রমে হামিম গ্রুপ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বৃত্তি লাভ করেছেন।
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

বিজনেস স্টাডিজ অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বৃত্তিপ্রাপ্তরা হলেন- রত্না বিশ্বাস, দোলা খাতুন, অনি সাহা, মনিরা ইয়াসমীন (ম্যানেজমেন্ট), তানিয়া আকতার (অ্যাকাউন্টিং), সুমনা আকতার সুমী, মুক্তা সুলতানা, আয়শা সিদ্দিকা মনি, মোছা: মারুফা আকতার (মার্কেটিং), কানিজ ফাতেমা সামিয়া হক, পুজা রানী বর্মন, মাইমুনা, তমা সাহা (ফিন্যান্স), মোসা. হাবিবা খাতুন (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স), সুমাইয়া আমিন, তাহমিনা বেগম, (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস) রিমা রানী শীল, সবুজ কুমার, মো. মনোয়ার হোসেন (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) এবং আমেনা আকতার (ইন্টারন্যাশনাল বিজনেস)।
 
হামিম গ্রুপ লিমিটেড বৃত্তিপ্রাপ্তরা হলেন- শারমিন আকতার, সঞ্চিতা কাপুরিয়া, জান্নাতুল ওহি, পপি রানী সরকার, সোনিয়া আকতার (ম্যানেজমেন্ট), রেক্সোনা পারভীন, কেয়া দত্ত, সোনিয়া সুলতানা রানী, কল্পনা খাতুন (অ্যাকাউন্টিং), সীমা খাতুন, উম্মে হানি রুমী (মার্কেটিং), ফেরদৌস আকতার, সাবিনা খাতুন, স্মৃতি আকতার, আয়শা আকতার জুঁই (ফিন্যান্স), সুলতানা তামান্না, মোসা. পারভীনা খাতুন (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স), শামীমা আকতার (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), মোসা. সুমিতা খাতুন (ইন্টারন্যাশনাল বিজনেস) এবং নিতু দাস (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট)।
 
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর  এস কে  সুর চৌধুরী, হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।