ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলম আরা মিনুর তিন দেশের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
আলম আরা মিনুর তিন দেশের গান আলম আরা মিনু

মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক তিনটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

গানগুলো হচ্ছে- ‘সজুজ ঘাসে রক্ত মেখে/আমার পতাকা উড়ে’, ‘একটি নতুন সূর্য পেয়েছি/তোমার জন্য’, এবং ‘আমার মায়ের সোনার নোলক/হারালো কোথায়’।

‘সবুজ ঘাসে রক্ত মেখে’ গানটি কথা লিখেছেন প্রফেসর ড. শিরিন বেগম।

‘আমার মায়ের নোলক’ কথা মীর মামুন হোসাইনের। ‘একটি নতুন সূর্য পেয়েছি’র কথা লেখার পাশাপাশি সবগুলো গানের সুর-সঙ্গীত করেছেন জিএম রহমান রনি।

এ প্রসঙ্গে আলম আরা মিনু বাংলানিউজকে বলেন, ১৬ ডিসেম্বর প্রকাশের লক্ষে গানগুলো করেছিলাম। কিন্তু কিছু জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। তবে আমি রনির সঙ্গে আলাপ করেছি, গানগুলো যেনো ২৬ মার্চে প্রকাশ করা হয়। কারণ ভিডিও করতে সময় লাগবে। গানগুলো খুবই ভালো হয়েছে।

এ প্রসঙ্গে জিএম রহমান রনি বাংলানিউজকে বলেন, ২৫ ডিসেম্বরের পরে সিদ্ধান্ত নেবো, গানগুলো প্রকাশের বিষয়ে। মিনু আপা গানগুলো প্রকাশের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে। ব্যক্তিগতভাবে তিনি গানগুলোর কথা, সুর-সঙ্গীতের খুব প্রশংসা করেছেন। এককথায় আপার মতো গানগুলো নিয়ে আমিও আশাবাদি।

অপ্রকাশিত এই গানগুলো চলতি বিজয়ের মাসে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে গাইছেন বলে আলম আরা মিনু জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ওএফবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।