ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

বিনোদন

অর্জুনের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
অর্জুনের বিরুদ্ধে মামলা অর্জুন রামপাল

এবার আইনি ঝামেলায় পড়লেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। পাওনা অর্থ ফেরত না দেওয়ায় ওয়াইটি এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে মামলা করেছে।

বছরে ১২ শতাংশ সুদ দেওয়া সাপেক্ষে গত ৯ মে অর্জুন প্রতিষ্ঠানটির কাছ থেকে এক কোটি রুপি ঋণ নেন। ৯০ দিনের মধ্যে সুদসহ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরও অর্থ ফেরত দিতে ব্যর্থ হন এই তারকা।

সূত্র বলছে, সাধারণ হারের চেয়ে রামপালকে কম সুদে প্রতিষ্ঠানটি ঋণ দিয়েছিলো। অর্থ পরিশোধের উদ্দেশ্যে এই অভিনেতা প্রতিষ্ঠানটিকে একটি চেকও দিয়েছিলেন। কিন্তু চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হওয়াতে তারা পুলিশের শরণাপন্ন হয়। রাম পালের বিরুদ্ধে ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস’ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

সূত্র আরও জানায়, অর্জুন রামপাল যাদের কাছে অর্থ পাওনা আছেন তাদের কাছ থেকে ওয়াইটিই অর্থ সংগ্রহ করবে। যদিও সুদের সাড়ে ৭লাখ রুপি রামপালের অ্যাকাউন্ট থেকে প্রতিষ্ঠানটি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।