ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমান শাহ জন্মোৎসবের পর্দা নামছে বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সালমান শাহ জন্মোৎসবের পর্দা নামছে বৃহস্পতিবার

সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব-২০১৯’র পর্দা নামছে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)। রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে উৎসবের শেষ দিন প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘সত্যের মৃত্যুর নেই’।

এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ এবং যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। সিনেমাটিতে সালমান শাহ ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, শাবানা, শাহনাজ, রাইসুল ইসলাম আসাদ ও রাজীব।

 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ক্ষণজন্মা এই নায়ক অকালে পৃথিবী থেকে বিদায় নেন। তার মৃত্যুর এক সপ্তাহ পরই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সত্যের মৃত্যু নেই’।  

বৃহস্পতিবার বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত পৌনে ৯টা সিনেমাটি প্রদর্শিত হবে। টিকিট মূল্য ১০০ ও ১৫০ টাকা।

এর আগে ১৯ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সালমান শাহ জন্মোৎসবের উদ্বোধন করেন চিত্রনায়ক শাকিব খান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢুলি কমিউনিকেশনস আয়োজিত ও টিএম ফিল্মস নিবেদিত প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের প্রথম দিন (২০ সেপ্টেম্বর) মধুমিতা প্রেক্ষাগৃহে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’। এরপর সপ্তাহব্যাপী একে একে ‘তোমাকে চাই’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘তুমি আমার’ ও ‘অন্তরে অন্তরে’ প্রদর্শিত হয়েছে।

উৎসব প্রসঙ্গে ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মানজুর বলেন, ‘চোখের পলকে উৎসবের সমাপনী দিন চলে এলো। সাধারণ মানুষের যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি, সেটি এক কথায় অবিশ্বাস্য। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সালমান শাহ ভক্তদের। ’

‘আমরা স্বপ্ন দেখি সালমান শাহের ৫০তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে আরও বর্ণিল আয়োজনে করার। সেই প্রস্তুতি এরমধ্যে শুরু করেছি, যোগ করেন তিনি।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’র মধ্যে দিয়ে সালমান শাহের বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর মাত্র তিনি বছরে ২৭টি সিনেমাতে অভিনয় করেন তিনি। এর বেশিরভাগই ছিল তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।