ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৪২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুভ-মিমের ‘সাপলুডু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
৪২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুভ-মিমের ‘সাপলুডু’

গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম সিনেমা ‘সাপলুডু’ মুক্তি পাচ্ছেন শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমাটি দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পরিচালক দোদুল বাংলানিউজকে বলেন, ‘‘দেশের ছোট-বড় সবমিলিয়ে ৪২ প্রেক্ষাগৃহে ‘সাপলুডু’ মুক্তি দিচ্ছি। প্রথম দিন আমরা পুরো টিম নিয়ে ঢাকার সবগুলো প্রেক্ষাগৃহে যাবো।

শুরুতে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো বলাকাতে। দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। রোববারের পর ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে যাবো। ’

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি দর্শকদের মানসম্মত ভালো একটি সিনেমা উপহার দেওয়ার। এখন বাকিটা দর্শকদের উপর নির্ভর করছে। ’‘সাপলুডু’র প্রেক্ষাগৃহের তালিকাগত বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমা শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশকিছু স্থানে। এতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাপলুডু’তে থাকছে চারটি গান। গানগুলোর শিরোনাম- ‘ময়না ধুম ধুম’, ‘শুভ জন্মদিন’, ‘কিছু স্বপ্ন’ ও ‘ইয়া খুদা’। কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, তানভীর আলম সজীব, কণা, হৃদয় খান, পড়শি ও ইমরান।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।