ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বাবাকে নিয়ে কেকের মেয়ের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ২, ২০২২
বাবাকে নিয়ে কেকের মেয়ের আবেগঘন পোস্ট কৃষ্ণকুমার কুন্নাথ ও তার মেয়ে তামারা

বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে) মৃত্যুতে শোকে পাথর তার পরিবার। ইনস্টাগ্রামে মেয়ে তামারার আবেগঘন পোস্টে এই প্রথম বেরিয়ে এলো কেকের পরিবারের প্রতিক্রিয়া।

তামারা লেখেন, ‘হম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল। তোমায় খুব ভালোবাসি বাবা। ’ যে লেখা পড়ে চোখের জলে ভেসেছেন অনুরাগীরাও। বাবা-মেয়ের সম্পর্ক যে বড্ড আদর আর ভালোবাসার। সদ্য পিতৃহারা কন্যাকে তাই ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছে নেটিজেনরা।

বাবার মতো মেয়ে তামারাও যে সংগীতপ্রেমী। নিজেও গায়িকা। তামারার প্রোফাইল শুধুই স্টুডিওর ছবি আর গান সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে ভরা।  

এমন অসময়ে কেকের চলে যাওয়ার শোক ঘিরে ধরেছে বলিউডকেও। বহু বছরের বন্ধুকে হারিয়ে যেন একলা হয়ে গিয়েছেন শান, প্রীতম, জিৎ। অনুজের অকালমৃত্যুর শোকে ভাষাহারা কুমার শানুও।

কলকাতায় দুই দিনের কনসার্টে মঙ্গলবার (৩১ মে) দ্বিতীয় দিন মঞ্চ মাতিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কেকে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বুধবার (০১ জুন) বিকেলে কেকের মরদেহ মুম্বাই নিয়ে যান তার স্ত্রী জ্যোতি ও পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ। সেখানে নেওয়ার পর বৃহস্পতিবার (০২ জুন) ভারসোভা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।