ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পুলিশি পাহারায় মুম্বাই ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ৭, ২০২২
পুলিশি পাহারায় মুম্বাই ছাড়লেন সালমান খান

হত্যার হুমকির মুখে সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। এরইমধ্যে কড়া পুলিশি পাহারায় মুম্বাই ছেড়েছেন এই বলিউড সুপারস্টার।

সোমবার (০৬ জুন) মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে দেখা যায় সালমান খানকে। ব্যক্তিগত বিমানে করে সিনেমার কাছে হায়দ্রাবাদে গিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে সালমান খানের গাড়ি ঢুকতেই প্রথমে বেরিয়ে আসে পুলিশ। তারপর ‘ভাইজান’কে গাড়ি থেকে বের করে বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। তখন অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও ছিলেন।  

এর আগে এদিন সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও যান পুলিশ। সেখানের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।  

রোববার (০৫ জুন) সালমান খান ও তার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেওয়া হয় এক বেনামি চিঠির মাধ্যমে। এ নিয়ে মুম্বাইয়ের বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।  

অভিযোগপত্রে জানানো হয়, সালমান খানের বাবা সেলিম খান প্রতিদিনের মতো রোববারও প্রাতঃভ্রমণে বের হন। সকালে হাঁটাহাঁটির মাঝে একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। তখন ওই জায়গায় তাদের হত্যার হুমকির চিঠিটি পাওয়া যায়। তবে চিঠিতে কে বা কারা হুমকি দিয়েছেন, সেই নাম উল্লেখ করা নেই।  

চিঠিতে লেখা, ‘সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে। ’ 

এই হুমকি চিঠির সঙ্গে পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যাকাণ্ডে জড়িত গ্যারেস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জুন ০৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।