ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকা থেকে ময়মনসিংহের ‘চলতি পথে’ শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ৮, ২০২২
ঢাকা থেকে ময়মনসিংহের ‘চলতি পথে’ শুটিং তিশা ও তৌসিফ

একটি জার্নিতে ঘটে যাওয়া নানা ঘটনা পর্দায় তুলে ধরছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ঢাকা থেকে ময়মনসিংহ যাত্রাপথে পুরো একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন তিনি।

 

‘চলতি পথে’ নামের নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। এর চিত্রনাট্য করেছেন সৌরভ চন্দ দে।

সম্প্রতি ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ময়মনসিংহেও হয় নাটকটির শুটিং। সেখানকার বাস স্ট্যান্ডে কিছু কাজ করে আবার একইভাবে ঢাকায় ফিরেছেন ইউনিট।

এ প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, বড় ইউনিট নিয়ে বাসে রাস্তায় রাস্তায় শুটিং করা কষ্ট সাধ্য। আবার কষ্ট করলে ভালো কিছু হয়। সে কারণেই চ্যালেঞ্জটি নিয়েছি।

আসন্ন ঈদুল আজহায় ‘চলতি পথে’ বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ০৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।