ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের দিন আসছে ‘ব্যাচেলর কোরবানি’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ৮, ২০২২
ঈদের দিন আসছে ‘ব্যাচেলর কোরবানি’ মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির ও শিমুল শর্মা

রোজার ঈদে ভিন্ন আবহে হাজির হয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ব্যচেলররা। তাদের দেখা গিয়েছিল ‘ব্যাচেলর রমজান’ নাটকে।

আসছে কোরবানির ঈদেও এই ব্যাচেলরা হাজির হবেন ‘ব্যাচেলর কোরবানি’তে।

বরাবরের মতো কাজল আরেফিন অমি পরিচালিত নাটকিটতে থাকছে শুভ, হাবু, শিমুল, কাবিলা, পাশা ভাইরা। ‘ব্যাচেলর পয়েন্ট’র পুরো টিম নিয়েই চলছে শুটিং।

ইতোমধ্যেই শুটিংয়ের ভিডিও নিজেই শেয়ার করেন নির্মাতা। আর বুধবার (০৮ জুন) এক স্ট্যাটাসে তিনি জানান, ঈদের দিনেই প্রচার হবে ‘ব্যাচেলর কোরবানি’।

অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’র এই বিশেষ পর্বে তুলে ধরা হবে কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে। এছাড়া ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে ইত্যাদি।  

নাটকটির মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। এ নাটকটিও দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।